আজ আমারা দেখবো কি ভাবে WooCommerce এর Quantity Fields সরানো যায় ।
তাহলে আর দেরি না করে কাজ শুরু করে দেয়ই , প্রথমে আমারা চলে যাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এ তারপরে চলে যাবো Plugins থেকে Add New Plugin এর পরে সার্চ করব "Code Snippets" Plugin টি ইন্সটল করে নিব ।
এবার বাম পাশের অপশন গুলো থেকে Add New Snippets এ ক্লিক করে নতুন একটা function লিখবো ।
function custom_remove_all_quantity_fields( $return, $product ) {return true;} add_filter( 'woocommerce_is_sold_individually','custom_remove_all_quantity_fields', 10, 2 );
এবার নিচে থেকে Save Changes and Activate এ ক্লিক করব কাজ শেষ । এবার যদি আপনি দেখেন আপনার প্রোডাক্ট তাহলে দেখবেন যে আর কোন Quantity Fields নেই ।